অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের "বাংলা সাহিত্যের ইতিহাস–১" (Subject Code: 221001)- ২০২০ সালের প্রশ্ন

অনার্স ২য় বর্ষ বাংলা বিভাগ “বাংলা সাহিত্যের ইতিহাস–১” (Subject Code: 221001)– ২০২০ সালের প্রশ্নপত্র নিয়ে জানুন

অনার্স পর্যায়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে গেলে যে কোর্সটি সবচেয়ে বেশি গুরুত্ব পায়, তার মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস–১ অন্যতম। অনেক শিক্ষার্থীর কাছেই বিষয়টি নতুন, বিশাল আর একটু ভয় ধরানো—কারণ এখানে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্যের দীর্ঘ যাত্রার গল্প একসাথে উঠে আসে। এই কোর্সে একদিকে আছে প্রাচীন সাহিত্যের অন্ধকার, খণ্ডিত ইতিহাস, অন্যদিকে মধ্যযুগের সমৃদ্ধ বৈচিত্র্য, আবার শেষে এসে ধরা দেয় আধুনিকতার আলো–ছায়া। ফলে প্রথমবার বিষয়টি হাতে নিলে অনেকেই বুঝতে পারেন না—কোথা থেকে শুরু করবেন আর কি রেখে কি পড়বেন!

Honours 2nd year Board Question Bangla Department

অনার্স ২য় বর্ষ ENGLISH বিভাগের পুরাতন সালের প্রশ্ন- ২০২০ সালের বোর্ড প্রশ্নসমূহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষা-২০২০, [অনুষ্ঠিত হয়েছে-২০২২]

বাংলা

(বাংলা সাহিত্যের ইতিহাস-১)

বিষয় কোড: ২২১০০১

[দ্রষ্টব্য: এক বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয়।]

ক- বিভাগ

১. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১ × ১০ = ১০

ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতানুসারে চর্যাপদের রচনাকাল কত?

® উত্তর: ৯৫০-১২০০।

খ. চর্যার প্রাপ্ত পুঁথিতে মোট কতটি পদ পাওয়া গেছে?

® উত্তর: পুঁথিতে উল্লিখিত পদের সংখ্যা ৫১ কিন্তু আবিষ্কৃত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশ।

গ. শূন্যপুরাণ'-এর রচয়িতা কে?

® উত্তর: 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচনা করেন।

ঘ. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে মোট কতটি খণ্ড রয়েছে?

® উত্তর: বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে ১৩ টি খণ্ড বিদ্যমান।

ঙ. ODBL-এর পূর্ণরূপ কী?

® উত্তর: ODBL The Origin and Development of the Bengali Language.

চ. 'মহাভারত'-এর প্রথম অনুবাদক কে?

® উত্তর: কবীন্দ্র পরমেশ্বর।

ছ. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম লেখ।

® উত্তর: শাহ মুহাম্মাদ সগীর।

জ. কোরেশী মাগন ঠাকুর রচিত গ্রন্থের নাম কী?

® উত্তর। 'চন্দ্রবতী'।

ঝ. বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি?

® উত্তর: ছড়া।

ঞ. ময়মনসিংহ গীতিকাগুলোর সংগ্রাহক কে?

® উত্তর: দীনেশ চন্দ্র সেন।

ট. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবির নাম কী?

® উত্তর: ফকির গরীবুল্লাহ।

ঠ. টপ্পা গানের জনক কে?

® উত্তর: রামনিধি গুপ্ত।


খ-বিভাগ

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:  ৪ × ৫ = ২০

২. চর্যাপদের ভাষাকে 'সান্ধ্যাভাষা' বলা হয় কেন?

৩. 'ব্রজবুলি' কী?

৪. 'বিদ্যাসুন্দর' কাব্যের পরিচয় দাও।

৫. মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন?

৬. শ্রীচৈতন্যদেব সম্পর্কে সংক্ষেপে লেখ।

৭. শূন্যপরাণ কী? সংক্ষিপ্ত পরিচয় দাও।

৮. 'ধাঁধা' সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা কর।

৯. রূপকথা ও উপকথা বলতে কী বোঝ?

 

গ-বিভাগ.

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও:   ১০ × ৫ = ৫০

১০. চর্যাপদে বিধৃত সমাজচিত্র আলোচনা কর।

১১. বাংলা সাহিত্যের ইতিহাসে 'অন্ধকার যুগ' সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর।

১২. বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস একজন না একাধিক? যুক্তিসহ আলোচনা কর।

১৩. মঙ্গলকাব্য কী? মনসামঙ্গল কাব্যধারার প্রধান প্রধান কবিদের পরিচয় দাও।

১৪. মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান প্রধান কবির অবদান আলোচনা কর।

১৫. সুলতানী আমলে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে শ্রীবৃদ্ধি ঘটে তা আলোচনা কর।

১৬. মধ্যযুগের মুসলিম কবিদের রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার মূল্যায়ন কর।

১৭. বাংলা সাহিত্যের বিকাশে মধ্যযুগের অনুবাদ সাহিত্যের ভূমিকা গুরুত্বপূর্ণ-আলোচনা কর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Comments