অনার্স ২য় বর্ষ বাংলা বিভাগ “বাংলা সাহিত্যের ইতিহাস–১” (Subject Code: 221001)– ২০২০ সালের প্রশ্নপত্র নিয়ে জানুন
অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স হলো “বাংলা সাহিত্যের ইতিহাস–১” (Subject Code: 221001)। ২০২১ সালের প্রশ্নপত্র নিয়ে ধারণা নেওয়ার আগে এই কোর্সটির গুরুত্ব বোঝা জরুরি। অনার্স পর্যায়ে বাংলা সাহিত্য অধ্যয়নে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, তার মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস নিঃসন্দেহে অন্যতম।
এই কোর্সটি অনেক শিক্ষার্থীর কাছেই নতুন, বিস্তৃত এবং কিছুটা ভীতিকর মনে হয়। কারণ এখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত দীর্ঘ ও জটিল এক সাহিত্যযাত্রা একসাথে আলোচিত হয়। একদিকে রয়েছে প্রাচীন সাহিত্যের অস্পষ্ট ও খণ্ডিত ইতিহাস, অন্যদিকে মধ্যযুগের সমৃদ্ধ ও বহুমাত্রিক সাহিত্যধারা। আবার আধুনিক যুগে এসে বাংলা সাহিত্যে ধরা দেয় নতুন ভাবনা, রূপ ও চেতনার আলো-ছায়া।
জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা-২০২১, [অনুষ্ঠিত হয়েছে-২০২৩]
বাংলা
(বাংলা সাহিত্যের ইতিহাস-১)
বিষয় কোড: ২২১০০১
[দ্রষ্টব্য: এক বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয়।]
ক- বিভাগ
১. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর
দাও: ১ × ১০
= ১০
ক. চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
® উত্তর: চর্যাপদ ১৯০৭ সালে আবিষ্কৃত
হয়।
খ. চর্যাপদ রচনা করেন কারা?
® উত্তর: চর্যাপদ রচনা করেন বৌদ্ধ
সিদ্ধাচার্যগণ।
গ. 'সেক শুভোদয়া' গ্রন্থের লেখক কে?
® উত্তর: হলায়ুধ মিশ্র।
ঘ. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কে আবিষ্কার করেন?
® উত্তর: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
ঙ. মিথিলার রাজসভার সভাকবি কে?
® উত্তর: মিথিলার রাজসভার সভাকবি
বিদ্যাপতি।
চ. রামায়ণের মহিলা অনুবাদক কে?
® উত্তর: রামায়ণের মহিলা অনুবাদক
চন্দ্রাবতী।
ছ. 'জঙ্গনামা' কোন ধরনের কাব্য?
® উত্তর: 'জঙ্গনামা' যুদ্ধ বিষয়ক
কাব্য।
জ. মধ্যযুগে মুসলিম কবিরা সাধারণত কোন জাতীয় সাহিত্য
বেশি রচনা করেছিলেন?
® উত্তর: মধ্যযুগে মুসলিম কবিরা
সাধারণত রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় সাহিত্য বেশি রচনা করেছিলেন।
ঝ. 'মৈমনসিংহ গীতিকা'র একটি পালার নাম লেখ।
® উত্তর: 'মহুয়া'/ 'দেওয়ানা মদিনা'।
ঞ. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
® উত্তর: আরাকান রাজসভার কবি ছিলেন।
ট. দোভাষী পুঁথি সাহিত্যের রচয়িতাগণ কী নামে পরিচিত?
® উত্তর: দোভাষী পুঁথি সাহিত্যের
রচয়িতাগণ শায়ের নামে পরিচিত।
ঠ. আঠারো শতকের বাংলা ভাষার একজন কবিয়ালের নাম কাঁ?
® উত্তর : আঠারো শতকের বাংলা ভাষার
একজন কবিয়ালের নাম হর ঠাকুর।
খ-বিভাগ
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪ ×
৫ = ২০
২. চর্যাপদের দুজন পদকর্তার পরিচয় দাও।
৩. মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর পরিচয় দাও।
৪. মঙ্গলকাব্যের প্রধান ধারাগুলো উল্লেখ কর।
৫. 'বারমাস্যা' কী?
৬. শাহ মুহম্মদ সগীরের কবিকীর্তির পরিচয় দাও।
৭. ডাক ও খনার বচন বলতে কী বোঝায়?
৮. মর্সিয়া সাহিত্যের পরিচয় দাও।
৯. কবিগানের বৈশিষ্ট্য বর্ণনা কর।
গ-বিভাগ
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০ × ৫ = ৫০
১০. চর্যাপদের রচনাকাল সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের মতামত আলোচনা কর।
১১. বৈষ্ণব পদাবলির মানবিক আবেদন বর্ণনা কর।
১২. 'নাথসাহিত্য' কী? মধ্যযুগে রচিত নাথসাহিত্যের পরিচয় দাও।
১৩. মঙ্গলকাব্য ধারার প্রধান কবিদের কাব্যকীর্তির পরিচয় দাও।
১৪. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের আলোচনা কর। বদান
১৫. মধ্যযুগে রচিত জীবনী-সাহিত্য সম্পর্কে আলোচনা কর।
১৬. দোভাষী পুঁথি-সাহিত্যের উদ্ভব ও বিকাশের ধারা আলোচনা কর।
0 মন্তব্যসমূহ