অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের "বাংলা সাহিত্যের ইতিহাস–১" (Subject Code: 221001)- ২০১৯ সালের বোর্ড প্রশ্ন

 অনার্স ২য় বর্ষের Bangla বিভাগের "বাংলা সাহিত্যের ইতিহাস–১" (Subject Code: 221001)- ২০১৯ সালের প্রশ্ন

অনার্স ২য় বর্ষ ENGLISH বিভাগের পুরাতন সালের প্রশ্ন- ২০১৯ সালের

জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষা-২০১৯, [অনুষ্ঠিত হয়েছে-২০১৯]

বাংলা

(বাংলা সাহিত্যের ইতিহাস-১)

বিষয় কোড: ২২১০০১

[দ্রষ্টব্য: এক বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয়।]

ক- বিভাগ

১. যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১ × ১০ = ১০

ক. 'চর্যাপদ' কোন সম্প্রদায়ের সাধন সঙ্গীত?

® উত্তর: চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত।

খ. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কত সালে আবিষ্কৃত হয়?

® উত্তর: ১৯০৯ সালে।

গ. চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?

® উত্তর: মানিক দত্ত।

ঘ. 'সেক শুভোদয়া' কে রচনা করেন?

® উত্তর: হলায়ুধ মিশ্র।

ঙ. 'গীতগোবিন্দ' কার লেখা?

® উত্তর: জয়দেব।

চ. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কী?

® উত্তর: চন্দ্রাবতী।

ছ. অন্ধকার যুগের কালসীমা উল্লেখ কর।

® উত্তর: ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ।

জ. মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?

® উত্তর: ভারতচন্দ্র রায়গুনাকর।

ঝ. 'সতীময়না ও লোর চন্দ্রানী' কে রচনা করেন?

® উত্তর: দৌলত কাজী।

ঞ. 'শ্রীচৈতন্যভাগবত' গ্রন্থটি কে রচনা করেন?

® উত্তর: বৃন্দাবন দাস।

ট. শাহ মুহম্মদ সগীর কোন কাব্য রচনা করেন?

® উত্তর: ইউসুফ-জোলেখা।

ঠ. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

® উত্তর: আরাকান রাজসভা।

 

খ-বিভাগ

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৪ × ৫ = ২০

২. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলির পরিচয় দাও।

৩. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৪. আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও।

৫. মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? সংক্ষেপে তার পরিচয় তুলে ধর।

৬. নাথ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭. বৈষ্ণব পদাবলী কোন অর্থে গীতি কবিতা? আলোচনা কর।

৮. চণ্ডীদাস সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৯. 'বারমাস্যা' বলতে কী বোঝ?

 

গ-বিভাগ.

যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ১০ × ৫ = ৫০

১০. বাংলা সাহিত্যের যুগবিভাগ সম্পর্কে পণ্ডিতদের অভিমত তুলে ধরে তোমার মতামত ব্যক্ত কর।

১১. পণ্ডিতদের মতামত উল্লেখপূর্বক চর্যাপদের কাল নির্ণয় কর।

১২. মঙ্গলকাব্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করে চণ্ডীমঙ্গল ধারার প্রধান প্রধান কবিদের কাব্যকীর্তির পরিচয় তুলে ধর।

১৩. মধ্যযুগের বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও।

১৪. জীবনী সাহিত্য কী? মধ্যযুগে রচিত বাংলা জীবনী সাহিত্যগুলো আলোচনা কর।

১৫. আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার পরিচয় দাও।

১৬. নাথ সাহিত্য কী? এ ধারার কবিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।

১৭. বাংলা দোভাষী পুঁথি সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।


নতুন পোষ্ট পড়ুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Comments