ব্যবস্থাপনা নীতিমালা অনার্স প্রথম বর্ষ (PDF) সাজেশন সহজে পেয়ে যাবেন আমাদের এখানে। নিচে সাজেশন এর প্রশ্ন দেওয়া হলো;
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)
১। পূর্ণরূপ লেখ: SWOT, FBCCI, BGMEA, BEPZA
উঃ
SWOT: Strengths, Weaknesses, Opportunities, Threats
FBCCI: The Federation of Bangladesh Chambers of Commerce and Industry
BGMEA: Bangladesh Garments Manufacturers and Exporters Association
BEPZA: Bangladesh Export Processing Zones Authority
২। বাণিজ্য কী?
উঃ শিল্পজাত পণ্য ও কাঁচামাল গ্রাহক ও উৎপাদকের মধ্যে পৌঁছানোর পথে যেসব বাধা আসে, সেগুলো দূর করার জন্য মুনাফার উদ্দেশ্যে নেওয়া কার্যক্রমসমূহই বাণিজ্য।
৩। ন্যূনতম চাঁদা কী?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের আগে প্রয়োজনীয় পরিমাণ অর্থ বা পুঁজি সংগ্রহ করাকে ন্যূনতম চাঁদা বলা হয়।
৪। কর্মী অংশীদার কী?
উঃ এমন অংশীদার যিনি মূলধন না দিয়ে শ্রম ও দক্ষতার বিনিময়ে লাভের অংশ পান, তাকে কর্মী অংশীদার বলা হয়।
৫। প্রযুক্তিগত পরিবেশ কী?
উঃ নতুন পণ্য বা বাজার সৃষ্টির সহায়ক প্রযুক্তিগত পরিবর্তন ও উদ্ভাবনকে প্রযুক্তিগত পরিবেশ বলা হয়।
৬। পুনঃরপ্তানি কী?
উঃ বিদেশ থেকে পণ্য এনে তা অন্য দেশে পুনরায় বিক্রির উদ্দেশ্যে রপ্তানিকে পুনঃরপ্তানি বলা হয়।
৭। সমবায় সমিতির মূলমন্ত্র কী?
উঃ সদস্যদের আর্থিক উন্নতি সাধনই সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য।
৮। ব্যবসায় পরিবেশ কাকে বলে?
উঃ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ঘিরে থাকা অভ্যন্তরীণ ও বাহ্যিক সব উপাদানকেই ব্যবসায় পরিবেশ বলা হয়।
৯। বহুমুখী সমবায় সমিতি কী?
উঃ বিভিন্ন উদ্দেশ্য পূরণে গঠিত সমবায় সমিতিকে বহুমুখী সমবায় সমিতি বলা হয়।
১০। বিধিবদ্ধ রাষ্ট্রীয় সংস্থা কী?
উঃ যেসব সংস্থা আইনসভায় পাসকৃত আইন বা রাষ্ট্রপতির আদেশে গঠিত হয়, সেগুলো বিধিবদ্ধ রাষ্ট্রীয় সংস্থা।
১১। ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে?
উঃ পরিচালনা পর্ষদ কর্তৃক কোনো ব্যক্তিকে কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলে তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয়।
১২। শেয়ার সার্টিফিকেট কী?
উঃ কোম্পানির মালিকানার প্রমাণ হিসেবে মালিককে দেওয়া দলিলকে শেয়ার সার্টিফিকেট বলা হয়।
১৩। শেয়ার মূলধন কী?
উঃ কোম্পানি শেয়ার বিক্রি করে যে অর্থ সংগ্রহ করে তা-ই শেয়ার মূলধন।
১৪। ঘুমন্ত অংশীদার কাকে বলে?
উঃ যিনি মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন না, তাকে ঘুমন্ত অংশীদার বলা হয়।
১৫। ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলে?
উঃ কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক নিযুক্ত এমন ব্যক্তি যিনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করেন।
১৬। ই-কমার্স কী?
উঃ অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকে ই-কমার্স বলা হয়।
১৭। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক কী?
উঃ আইন অনুযায়ী এটি বাধ্যতামূলক নয়, তবে নিবন্ধনের মাধ্যমে আইনি সুবিধা পাওয়া যায়।
১৮। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কী?
উঃ দেশের জনগণের সার্বিক কল্যাণ সাধনই রাষ্ট্রীয় ব্যবসার লক্ষ্য।
১৯। আগামপত্র কী?
উঃ আমদানিকৃত পণ্যের বিবরণ দিয়ে আমদানিকারক কর্তৃক শুল্ক দফতরে জমা দেওয়া নথিকে আগামপত্র বলা হয়।
২০। ব্যবসা কী?
উঃ মুনাফার উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সব কার্যক্রমই ব্যবসা।
২১। ব্যবসায়ের কাম্য আয়তন কী?
উঃ ব্যবসার সেই পর্যায় যেখানে খরচ কম এবং মুনাফা সর্বোচ্চ হয়, সেটিই কাম্য আয়তন।
২২। ব্যবসায় জোট কী?
উঃ প্রতিযোগিতা পরিহার করে একাধিক প্রতিষ্ঠান যখন একত্রে কাজ করে, তখন তাকে ব্যবসায়ী জোট বলা হয়।
২৩। কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কী?
উঃ কোম্পানি একটি স্বতন্ত্র আইনি সত্তা, যা নিজের নামে মামলা করতে ও মামলা খেতে পারে।
২৪। বিবরণপত্র কী?
উঃ পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রির আহ্বান জানিয়ে যে দলিল প্রকাশ করে, সেটিই বিবরণপত্র।
২৫। প্রভব লেখ কী?
উঃ রপ্তানিকৃত পণ্যের উৎপত্তিস্থল সংক্রান্ত ঘোষণাপত্রকে প্রভব লেখ বলা হয়।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। তুমি কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে?
২। “একক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবসায় জগতে সর্বোত্তম” - ব্যাখ্যা কর।
৩। “চুক্তিই অংশীদারি কারবারের ভিত্তি” - ব্যাখ্যা কর।
৪। ‘SWOT’ বিশ্লেষণ কি?
৫। ব্যবসায়ের মৌলিক নীতিসমূহ কি?
৬। শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য দেখাও।
৭। রাষ্ট্রীয় কারবার স্থাপনের কারণ বর্ণনা কর।
৮। বিবরণপত্রের বিষয়বস্তু উল্লেখ কর।
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১।
(ক) রাষ্ট্রীয় কারবারের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।
(খ) বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের ব্যর্থতার কারণসমূহ বর্ণনা কর।
২।
(ক) সমবায় সমিতির গঠনপ্রণালি বর্ণনা কর।
(খ) বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সমবায় সমিতির ভূমিকা বর্ণনা কর।
৩।
(ক) ব্যবসায়ের অবস্থান বলতে কী বুঝায়?
(খ) ব্যবসায়ের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
৪।
(ক) প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা দাও।
(খ) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কীভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়?
৫।
(ক) বৈদেশিক বাণিজ্য কী? অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
(খ) ব্যবসায় পরিবেশ কী? ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।
৬।
(ক) ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা কী? ব্যবসায়ের কার্যাবলি বর্ণনা কর।
(খ) ব্যবসায় ও পেশার মধ্যে পার্থক্য কী? পেশা হিসেবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর।
৭।
(ক) অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক?
(খ) অংশীদারি কারবার নিবন্ধন না করার ফলাফল বা পরিণতি বর্ণনা কর।
৮।
(ক) ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ বিবৃত কর।
(খ) একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা বর্ণনা কর।

0 মন্তব্যসমূহ