অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের "বাংলা সাহিত্যের ইতিহাস–১" (Subject Code: 221001)- ২০১৮ প্রশ্ন

 অনার্স ২য় বর্ষের Bangla বিভাগের "বাংলা সাহিত্যের ইতিহাস–১" (Subject Code: 221001)- ২০১৮ সালের প্রশ্ন

অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের সবচেয়ে আলোচিত এবং অনেকের কাছেই কিছুটা কঠিন মনে হওয়া একটি কোর্স হলো বাংলা সাহিত্যের ইতিহাস–১। প্রাচীন সাহিত্যের জটিল ধারা, মধ্যযুগের বৈচিত্র্যময় কাব্যভুবন, আর আধুনিকতার সূচনায় সাহিত্যরূপ—সব মিলিয়ে নতুন শিক্ষার্থীদের কাছে বিষয়টি অনেক সময়ই বেশ চ্যালেঞ্জিং মনে হয়।


অনার্স ২য় বর্ষ ENGLISH বিভাগের পুরাতন সালের প্রশ্ন- ২০১৮ সালের

জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষা-২০১৮, [অনুষ্ঠিত হয়েছে-২০১৮]

বাংলা

(বাংলা সাহিত্যের ইতিহাস-১)

বিষয় কোড: ২২১০০১

[দ্রষ্টব্য: এক বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয়।]

ক- বিভাগ

১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোন ১০ টি।

ক. 'চর্যা' শব্দের অর্থ কী?

® উত্তর: 'চর্যা' শব্দের অর্থ আচরণ।

খ. কাহ্নপার কয়টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে?

® উত্তর: ১১টি।

গ. চন্দ্রাবতী কো

® উত্তর: মহিলা রামায়ণকার হিসেবে পরিচিত মধ্যযুগের তিনজন মহিলা কবির মধ্যে অন্যতম

 কবি এবং গায়ক নামে খ্যাত দ্বিজ বংশীদাসের কন্যা।

ঘ. শূন্যপুরাণ কী?

® উত্তর: রামাই পণ্ডিত রচিত 'শূন্যপুরাণ' গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য।

ঙ. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে?

® উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।

চ. 'রসুল বিজয়' কাব্যের রচয়িতা কে?

® উত্তর: সৈয়দ সুলতান।

ছ. চৌতিশা কী?

® উত্তর: চৌতিশা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে চৌত্রিশ অক্ষর অনুপ্রাসে রচিত স্তর বা করিতা। অর্থাৎ চৌত্রিশটি বর্ণের এক একটিতে চরণের প্রথম শব্দের আদ্যাক্ষররূপে প্রয়োগ করে বিরহী হৃদয়ের উপর এক এক মাসের প্রকৃতির প্রভাব বর্ণনার উদ্দেশ্যে একাধিক চরণ রচনার শৈল্পিক রীতির নাম চৌতিশা।

জ. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?

® উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।

ঝ. রামায়ণের আদি রচয়িতা কে?

® উত্তর: রামায়ণের আদি রচয়িতা বাল্মীকি।

ঞ. 'কড়চা' কী জাতীয় রচনা?

® উত্তর: কড়চা শব্দটি এসেছে প্রাকৃত 'কটকতে' সংস্কৃত কৃতকত্য হতে। কড়চা শব্দটির আধুনিক অর্থ দিনলিপি বা ডায়রী। মুরারী গুপ্ত ও স্বরূপ দামোদরের কল্যাণে চৈতন্য জীবনী গ্রন্থ কড়চা বলে অভিহিত হয়। তাঁরা চৈতন্যজীবনী কাহিনি শোকে পরিবেশন করে কড়চা নির্দেশ করেছেন। সুতরাং দিনলিখন বা খসড়া লেখা কড়চা হিসেবে অধিক পরিচিত হলেও চৈতন্য জীবনীর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এর অর্থ ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে।

ট. 'গুলে বকাগুলী' কাব্যটি কে রচনা করেন?

® উত্তর: নওয়াজিস খান।

ঠ. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?

® উত্তর: মর্সিয়া শব্দের অর্থ শোকগাঁথা।


 

খ- বিভাগ

২. চর্যাপদে বর্ণিত সমাজের পরিচয় দাও।

৩. নিরঞ্জনের রুম্মা কী?

৪. চর্যার ধর্মমত সম্পর্কে আলোচন কর।

৫. মঙ্গলকাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

৬. ডাক ও খনার বচন বলতে কী বোঝ?

৭. মধ্যযুগের মর্সিয়া সাহিত্যের পরিচয় দাও।

৮. চৈতন্যযুগের বৈশিষ্ট্যসমূহ লেখ।

৯. রূপকথা ও উপকথার পার্থক্য লেখ।

 

গ- বিভাগ

১০. চর্যাপদের ভাষা বাংলা, বঙ্গকামরূপী না তিব্বতী-তোমার মতের পক্ষে যুক্তি তুলে ধর।

১১. বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' সম্পর্কে পণ্ডিতদের অভিমতসহ তোমার বক্তব্য লেখ।

১২. শাহ মুহম্মদ সগীরের জীবন ও কবিকীর্তির পরিচয় তুলে ধর।

১৩. মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের অবদান আলোচনা কর।

১৪. মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের. অবদান সম্পর্কে আলোচনা কর।

১৫. সুলতানি আমলে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় কীভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছে তা আলোচনা কর।

১৬. মধ্যযুগের বাংলা প্রণয়োপাখ্যানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।

১৭. মধ্যযুগের বাংলা সাহিত্যের বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা আলোচনা কর।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Comments