অনার্স ২য় বর্ষ বাংলা বিভাগ “মধ্যযুগের কবিতা” (Subject Code: 221003)– ২০১৮ সালের প্রশ্নপত্র নিয়ে জানুন
আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগে অনার্স ২য় বর্ষে পড়ছি, তাদের কাছে "মধ্যযুগের কবিতা" (বিষয় কোড: ২২১০০৩) কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলী কিংবা মঙ্গলকাব্যের রস আস্বাদন করা যতটা আনন্দের, পরীক্ষার হলে ঠিকঠাক উত্তর লেখাটা অনেক সময় ততটাই চ্যালেঞ্জিং মনে হয়। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার কোনো বিকল্প নেই। ভালো ফলাফলের মূলমন্ত্রই হলো প্রশ্নের প্যাটার্ন বোঝা। বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক প্রশ্নই ঘুরিয়ে-ফিরিয়ে বারবার আসে। বিশেষ করে ২০১৮ সালের প্রশ্নটি এ বছরের পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা প্রশ্নের মানবণ্টন ও গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে।
Honours 2nd year Board Question Bangla Department
জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা-২০১৮, [অনুষ্ঠিত হয়েছে-২০১৮]
বাংলা (মধ্যযুগের কবিতা)
বিষয় কোড: ২২১০০৩
[দ্রষ্টব্য: এক বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয়।]
ক- বিভাগ
১. যে কোন দশটি প্রশ্নের উত্তর
দাও:
ক. কবিকঙ্কন কোন কবির উপাধি?
® উত্তর: কবি মুকুন্দরাম চক্রবর্তী-এর।
খ. কালকেতু নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয়?
® উত্তর: নীলাম্বর।
গ. ফুল্লরা কিসের প্রতীক?
® উত্তর: আবহমান চিরন্তন বাঙালি
নারীর প্রতীক।
ঘ. ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন?
® উত্তর: কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের
সভাকবি ছিলেন।
ঙ. 'আসক' শব্দের অর্থ কী?
® উত্তর: 'আসক' শব্দের অর্থ প্রেমিক,
প্রণয়ী।
চ. ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কী বর চেয়েছিল?
® উত্তর: আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।
ছ. মজনুর প্রকৃত নাম কী?
® উত্তর: মজনুর প্রকৃত নাম কত্রস।
জ. 'লায়লী মজনু' কোন ধরনের কাব্য?
® উত্তর: লায়লী-মজনু রোমান্টিক প্রণয়োপাখ্যান-বিয়োগান্তক
জাতীয় কাব্য।
ঝ. মৃত্যুর পূর্বে লায়লী তার মাকে কী অনুরোধ করেছিল?
® উত্তর: লায়লী তার মাকে মজনুর কাছে
তার মৃত্যুর সংবাদ পৌছে দেওয়ার অনুরোধ করেছিল।
ঞ. 'পদ্মাবতী' কাব্যগ্রন্থটি কোন ভাষা থেকে অনুদিত?
® উত্তর: হিন্দি ভাষা থেকে অনূদিত।
ট. শুকপাখির নাম কী?
® উত্তর: শুকপাখির নাম হীরামন।
ঠ. আলাওলের পৃষ্ঠপোষক কে?
® উত্তর: কবি আলাওলের পৃষ্ঠপোষকের
নাম কোরেশী মাগন ঠাকুর।
খ-বিভাগ
২. মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
৩. ভাড়দত্তের পরিচয় দাও।
৪. যাবনী মিশাল ভাষা কী?
৫. মানসিংহের বাংলায় আগমনের কারণ কী?
৬. লায়লী-মজনুর পূর্বরাগের বর্ণনা দাও।
৭. লায়লী গৃহবন্দী হলে মজনু তার সঙ্গে দেখা করার জন্য
কী কী কৌশল অবলম্বন করে?
৮. সংক্ষেপে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও।
৯. রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?
গ-বিভাগ
১০. "মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন।"-আলোচনা
কর।
১১. 'কালকেতু উপাখ্যান' অবলম্বনে মুরারী শীল চরিত্রটি
বিশ্লেষণ কর।
১২. 'মার্নসিংহ-ভবানন্দ' উপাখ্যান অবলম্বনে কবি ভারতচন্দ্রের
শিল্প সফলতার পরিচয় দাও।
১৩. 'মানসিংহ-ভবানন্দ' উপাখ্যানে বিবৃত তৎকালীন সমাজ
ও সংস্কৃতির পরিচয় দাও।
১৪. "লায়লী-মজনু' কাব্যে আরবীয় জীবনের আবরণে
বাংলাদেশ ও বাঙালি জীবনের ছবিই অঙ্কিত হয়েছে।"-আলোচনা কর।
১৫. 'লায়লী-মজনু' কাব্যের নাট্যগুণ আলোচনা কর।
১৬. "পদ্মাবতী' অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা
ছিল মৌলিক।"-আলোচনা কর।
0 মন্তব্যসমূহ